নিউইয়র্কে ভোটগ্রহণ শুরু, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদের লড়াই


নিউইয়র্কে ভোটগ্রহণ শুরু, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদের লড়াই

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভোটাররা নতুন মেয়র নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকাল ৫টা) থেকে সব ভোটকেন্দ্র খোলা হয়েছে। ভোটগ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)।

শহরের সর্বোচ্চ প্রশাসনিক পদটির জন্য ৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ও কুইন্সের রাজ্য পরিষদ সদস্য জোহরান মামদানি (ডেমোক্র্যাট), স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত বেশিরভাগ জরিপে দেখা গেছে, মামদানি বাকি দুই প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছেন।

এর আগে মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ভোটার তাদের ভোট দিয়েছেন।

নিউইয়র্কে চার বছর অন্তর মেয়র নির্বাচন হয় এবং একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। এ বছরের নির্বাচনের বৈশিষ্ট্য হলো ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, যেখানে লড়াই হবে প্রগতিশীল, প্রতিষ্ঠাবাদী ও রক্ষণশীল শিবিরের মধ্যে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×