লেবাননের একাধিক জায়গায় ইসরায়েলের বিমান হামলা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:১৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
দক্ষিণ লেবাননের আকাশ আবারও আগ্রাসী ইসরায়েলি হামলায় কাঁপল। বুধবার (১৯ নভেম্বর) দখলদার বাহিনী দেঈর কিফা ও চেহোর গ্রাম লক্ষ্য করে বিমান থেকে বোমা বর্ষণ করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
হামলার প্রায় আধা ঘণ্টা আগে ইসরায়েল সতর্কবার্তা পাঠায়। তাদের দাবি—এ এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো রয়েছে এবং সেগুলোই তাদের টার্গেট। তবে বাস্তবে হিজবুল্লাহর স্থাপনাগুলোই লক্ষ্যবস্তু ছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠেছে।
এর আগে গত রোববার দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালায়। ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইউএনআইএফআইএল।
গত বছরের শেষদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের হামলা বন্ধ হয়নি। তাদের অভিযোগ—হিজবুল্লাহ নাকি যুদ্ধবিরতির শর্ত ভেঙে পুনর্গঠনে লিপ্ত। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করছে হিজবুল্লাহ।
২০২৩ সালের অক্টোবরে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহও সীমান্তে হামলা চালাতে শুরু করে। প্রথমে সীমিত আকারে হলেও পরে সংঘাত তীব্র রূপ নেয়। যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই বন্ধ হলেও ইসরায়েলের লেবাননজুড়ে হামলা এখনো থামেনি।
সূত্র: আলজাজিরা