যুক্তরাষ্ট্র-সৌদি আরবের মধ্যে পারমাণবিক জ্বালানি ও এফ-৩৫ বিক্রির চুক্তি সই
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:৩১ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের (এমবিএস) উপস্থিতিতে বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতা এবং অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে এ দুই চুক্তি স্বাক্ষরিত হয়।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক জ্বালানির ওপর একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে। এতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত কঠোর নীতি অক্ষুণ্ন রেখে দীর্ঘমেয়াদে শতকোটি ডলারের পারমাণবিক জ্বালানি অংশীদারত্ব গড়ে তোলার আইনি ভিত্তি স্থাপিত হবে।
একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সহযোগিতার বড় একটি প্যাকেজ অনুমোদন করেন, যার মধ্যে ভবিষ্যতে সৌদি আরবের কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তিও রয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের মধ্যে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে সামরিক চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলারে উন্নীত করা হচ্ছে।