পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ায় অভিযানে ২৩ ‘ভারত-সমর্থিত’ জঙ্গি নিহত


পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ায় অভিযানে ২৩ ‘ভারত-সমর্থিত’ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুই দফা অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে ২৩ জঙ্গি। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, এদের সবাই ছিল ‘ভারতের মদদপুষ্ট খারেজি’। বুধবার ১৯ নভেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানায় আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়, বাজাউর এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। সেখানে কমান্ডার সাজ্জাদ আবাজু সহ মোট ১১ জন জঙ্গি নিহত হয়। অন্যদিকে, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বান্নু ডিভিশনে আরেকটি অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। এ অভিযানে আরও ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর জানায়, ওই এলাকায় ভারত-সমর্থিত অন্য কোনো সন্ত্রাসী সক্রিয় আছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি অব্যাহত রয়েছে। সংস্থাটি জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান শেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত চলবে।

এদিকে পাকিস্তানকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। অপারেশন সিঁদুরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, “অপারেশন সিঁদুর কেবল ট্রেলার ছিল এবং ভবিষ্যতে সুযোগ মিললে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের শিক্ষা দেওয়া হবে।” তার মন্তব্য, পাকিস্তান যদি সুযোগ দেয়, “আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝায়।” তিনি আরও বলেন, আজকের দিনে কোনো দেশ একা যুদ্ধ লড়তে পারে না।

গত সোমবার নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়ালগস’ উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল দ্বিবেদী বলেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং সমন্বিত সামরিক শক্তি ভারতের বাহিনীকে ‘অপারেশন সিঁদুর’-এর মতো জবাব দিতে সক্ষম করেছে। তিনি এটিকে “৮৮ ঘণ্টার ট্রেলার” উল্লেখ করে বলেন, ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানকে “পড়শি দেশের প্রতি দায়িত্বশীল আচরণ কী হওয়া উচিত” তা শিখিয়ে দেওয়া হবে। তিনি অনুষ্ঠানে আরও বলেন, “অপারেশন সিন্দুর ছিল কেবল ট্রেলার মাত্র, যা ৮৮ ঘণ্টায় শেষ হয়েছে। ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান যদি সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝায়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×