ফাটল

জিয়াবুল ইবন এর কবিতা

  • প্রকাশঃ ০১:৩৯ এম, ০১ মে ২০২৫

জিয়াবুল ইবন এর কবিতা

ফাটল ছিল
দেয়ালে

বিবেকে
এবং রাষ্ট্রেরবুকে

রানা প্লাজা 
ধসে পড়ল

শ্রমিকেরা 
জানত না
কতটুকু ফাটল 
চাই
মরে যাওয়ার 
জন্যে

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×