ছাত্রদেরকে ব্যবহার করা তাদের ওপর ‘জুলুম’: বায়তুল মোকাররমের খতিব


ছাত্রদেরকে ব্যবহার করা তাদের ওপর ‘জুলুম’: বায়তুল মোকাররমের খতিব
ছবি: সংগৃহীত

দেশের ছাত্র রাজনীতি নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক। তার মতে, ছাত্রদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা এক ধরনের ‘জুলুম’ এবং এ প্রবণতা বন্ধ করা উচিত।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতার জন্য’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে খতিব বলেন, “আমি একটা কথা শুধু বলি—যেটা আমার মুখ থেকে শুনলে আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। সেটা হলো, ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়—এটা ছাত্রদের ওপরে জুলুম। কলেজ-ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় না? প্রত্যেক দলের ছাত্র সংগঠন আছে। কেন সেটা? জুলুম। এটা জুলুম।”

তিনি আরও বলেন, এমনকি ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যেও অনেক সময় ছাত্র, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করা হয়, যা অন্যায়।

আবদুল মালেক জ্ঞান-বিজ্ঞান শিক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “জাগতিক জ্ঞান-বিজ্ঞানকে নাস্তিকতা এবং অনৈসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো—সেটা বিশাল জুলুম। কঠিন জুলুম। ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে।”

তার মতে, ছাত্রদের দলীয় রাজনীতিতে জড়ানো বন্ধ করা জরুরি। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনার প্রয়োজন উল্লেখ করে তিনি ছাত্র রাজনীতির বিদ্যমান চর্চাকে চ্যালেঞ্জের মুখে ফেলার আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×