সচিবালয়ে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে দুই কমিটি গঠন


সচিবালয়ে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে দুই কমিটি গঠন
ছবি ঢাকাওয়াচ

সচিবালয়ে অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন নির্দেশের দুইটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে বুধবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক একটা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে দুইটি কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি। 

উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দুইটি কমিটি গঠনের দুইটি অফিস আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও তালিকা প্রস্তুত করা এবং ভবিষ্যতে যে কোন দুর্ঘটনার ফলে উদ্ভূত ক্ষয়ক্ষতি রোধকল্পে করণীয় বিষয়ে সুপারিশ প্রদানের জন্য প্রশাসন অধিশাখার যুগ্মসচিব বেগম মোর্শেদা আক্তারকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে সদস্য আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব আছেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুম। 

এছাড়াও, মন্ত্রণালয়ের সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদকে আহ্বায়ক করে অপর একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত এ কমিটিতে সদস্য আছেন উপসচিব মোহাম্মদ সাইদুর রহমান, সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এএসএম মেহরাব হোসেন। সদস্য সচিব হিসেবে আছেন উপসচিব মো. কামাল হোসেন। 

দুইটি কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলেছেন উপদেষ্টা।

অগ্নিকাণ্ডের এ ঘটনা তদন্তে এর আগে সাত সদস্যের কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে। এ কমিটিতে সদস্য রয়েছেন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রতিনিধি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়)।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×