সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল


সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

বৈদ্যুতিক লাইনে জরুরি সংস্কারকাজের কারণে কিছু সময়ের জন্য বন্ধ থাকার পর ঢাকার মেট্রোরেল আবার নিয়মিতভাবে চলাচল শুরু করেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আজ রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডিএমটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১টার দিকে মেট্রোরেল পুনরায় চলতে শুরু করেছে। প্রতিষ্ঠানটির যাচাইকৃত ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ট্রেন চলাচল ১২.৫৫-তে পুনরায় শুরু হয়েছে।”

এর আগে দুপুর ১২টা ৪১ মিনিটে দেওয়া আরেক ঘোষণায় ডিএমটিসিএল জানায়, পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের কাজের জন্য দুপুর ১২টা ৪০ থেকে ১টা ১০ পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

মেরামতের সময় যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×