ফাহাম আবদুস সালাম

‘বাংলাদেশে এই প্রথম একটা সিরিয়াস পলিটিকাল গ্যাঞ্জাম এড়ানো গেছে সোফায় বসে’


‘বাংলাদেশে এই প্রথম একটা সিরিয়াস পলিটিকাল গ্যাঞ্জাম এড়ানো গেছে সোফায় বসে’

সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালাম একটি ফেসবুক পোস্টে বলেন, ‘বাংলাদেশে এই প্রথম একটা সিরিয়াস পলিটিকাল গ্যাঞ্জাম এড়ানো গেছে সোফায় বসে। আমি তারেক রহমান সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ গ্যাঞ্জাম করার ক্ষমতাটা তার।’

তিনি আরও লেখেন, ‘ইউনূস সাহেবকেও ধন্যবাদ কারণ তিনি জেদাজিদিতে যান নাই। যেকোনো দুইজন সভ্য মানুষ নেগোশিয়েট করে একটা সেন্সেবল জায়গায় আসতে পারেন।’

‘আপনারা উভয়ই বাংলাদেশে আমাদের সন্তানদের জন্য ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখনো আশাবাদী। আমরা আওয়ামী জাহেলিয়া অতিক্রম করতে পারবো এবং সভ্যতা এইদেশে জায়গা পাবে।’

উল্লেখ্য, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতিতে বলা হয়, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×