শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন


শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন

শপথের চেয়ে হাইকোর্টে এখনও রিট করেননি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন।

আজ রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত কোনো কিছু হয়নি।’

প্রসঙ্গত, রোবরার বিভিন্ন গণমাধ্যমে শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন মর্মে সংবাদ প্রকাশিত করেছে। এর পরিপ্রেক্ষিতে এ বিবৃতি পাঠান বিএনপি নেতা ইশরাক হোসেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×