রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মঙ্গলবার


রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মঙ্গলবার

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে। দলের দাবি জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-কে আইনগত স্বীকৃতি দেওয়া এবং এই সনদের ভিত্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা।

সোমবার (১১ আগস্ট) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫টায় বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

পোস্টে আরও বলা হয়, কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে নেতাকর্মী ও নগরবাসীকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×