গণতন্ত্রে ফেরার পথে নানা ষড়যন্ত্র: তারেক রহমান


গণতন্ত্রে ফেরার পথে নানা ষড়যন্ত্র: তারেক রহমান

নওগাঁয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক অবস্থায় ফেরার পথে নানা ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “বিএনপি দেশের উন্নয়নের পরিকল্পনা করছে, কিন্তু সেই পরিকল্পনা ধ্বংস করার চেষ্টাও হচ্ছে।

সোমবার (১১ আগস্ট) নওগাঁ কনভেনশন সেন্টারে ১৫ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর নতুন একটি পর্ব শুরু হয়েছে। এই পর্বের মূল লক্ষ্য হলো জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, যার প্রথম ধাপ হবে নির্বাচন। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির আগে বা রোজার আগে নির্বাচন হতে পারে। তবে নির্বাচনের পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এখন বিএনপির সময়। এই সময়ে অনেক ‘ঘুঘু’ কাছে আসবে, এদের প্রতি সজাগ থাকতে হবে। একই সঙ্গে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, ক্ষমতায় এলে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেকারত্ব, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা সংশোধনে দলের পরিকল্পনা রয়েছে।”

দলীয় কর্মীদের উদ্দেশে তারেক বলেন, দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, একমাত্র বিএনপিই দেশের পুনর্গঠন করতে সক্ষম। জনগণের আস্থা অর্জন করে নির্বাচনে বিজয়ী হতে হবে।

সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএম রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহসাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খান আলীম এবং ওবায়দুর রহমান চন্দন।

সম্মেলন শেষে বিকেল সাড়ে ৫টা থেকে কাউন্সিলের মাধ্যমে জেলার নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। জেলার ১১ উপজেলা ও তিন পৌর কমিটির ১,৪১৪ জন কাউন্সিলর অংশগ্রহণ করবেন। তিনটি শীর্ষ পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×