পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়: রিজভী


পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখনও প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচন ব্যবস্থার জন্য প্রস্তুত নয়।

বুধবার (১৩ আগস্ট) গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রামে ভাইরাল হওয়া চিকিৎসকের সঙ্গে চাঁদাবাজির অভিযোগে রিজভী বলেন, “চিকিৎসককে চাঁদা দাবির অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু সে সত্য নয়। তিনি নকশা বহির্ভূত ভবন নির্মাণের কারণে কর্তৃপক্ষের নজরে এসেছেন। এরপর লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এর সঙ্গে হামলার কোনো ঘটনা ঘটেনি।”

রংপুরে সনাতন ধর্মাবলম্বী দু’জনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনি নিন্দা জানিয়ে বলেন, “জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যত বড় অপরাধী হোক, তাকে বিচারের আওতায় আনা উচিত। উসকানিমূলক বক্তব্য থেকে কেউ যাতে প্রাণ হারাতে না পারে, তা সরকার নিশ্চিত করবে। তবে এই পরিস্থিতিতে অনেক সুযোগসন্ধানী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। মব কালচার চলছে। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই।”

ফারমার্স ব্যাংকের লুটপাটের প্রসঙ্গে রিজভী বলেন, “আওয়ামী লীগের আমলে প্রায় ২ হাজার কোটি টাকার লুটপাট হয়েছে। এখন এটি পদ্মা ব্যাংক নামে চলছে, কিন্তু ওই টাকার কোনো হদিস নেই। সরকারকে তা উদ্ধারে আন্তরিক হতে হবে।”

পিআর নির্বাচনের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আমরা উন্নত দেশের পর্যায়ে এখনও পৌঁছাতে পারিনি। আমাদের দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক চর্চা এখনও পিআর ভিত্তিক নির্বাচন চালানোর জন্য প্রস্তুত নয়। এই মুহূর্তে পিআর ব্যবস্থা চালু করলে জটিলতা তৈরি হবে, এবং এতে স্বচ্ছতার অভাব থাকবে।”

অপরদিকে, তিনি দলের বা অঙ্গসংগঠনের নামে যারা অপরাধ করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান। তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে আজীবন বহিষ্কারের কথাও উল্লেখ করেন রিজভী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×