খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল কাল, কেক কাটায় নিষেধাজ্ঞা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:০৫ এম, ১৪ আগস্ট ২০২৫
আগামীকাল শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করতে যাচ্ছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে সকাল ১১টায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ‘চেয়ারপারসনের জন্মদিনে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।’
খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ছয় ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। তাঁর বাবা এস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। যদিও পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীতে, তবে তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে, বাবার কর্মস্থলে।
রাজনীতিতে তাঁর যাত্রা শুরু হয় ১৯৮১ সালের ৩০ মে, যখন তার স্বামী এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এরপর গৃহিণী থেকে রাজনীতিক হয়ে ওঠেন তিনি। প্রথমে তিনি দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, আর ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁর ভাষায়, ‘বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন। বিশেষ উদ্দেশ্যে নানা কল্পকাহিনী তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি আরও উল্লেখ করেন চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের প্রসঙ্গ। রিজভী বলেন, ‘চট্টগ্রামে ভাইরাল হয়েছেন এক চিকিৎসক। তাঁর কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাঁর ওপর কেউ হামলাও করেনি। অথচ তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বলেছেন। কিন্তু এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।’