‘আমি গৃহবন্দি’, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানালেন জেডআই খান পান্না


‘আমি গৃহবন্দি’, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানালেন জেডআই খান পান্না

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডআই খান পান্না নিজের পরিস্থিতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন, যা দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, “আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।” তবে কে বা কারা তাকে গৃহবন্দি করেছেন বা এর কারণ কী সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

মানবাধিকার ও আইনের শাসন নিয়ে সরব এই আইনজীবী সম্প্রতি দুর্নীতি, বিচারব্যবস্থার স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুতে দৃঢ় অবস্থান নিয়েছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার দাবিতে তিনি ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন জেডআই খান পান্না। তবে ট্রাইব্যুনাল সেই আবেদন নাকচ করে দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×