সংস্কারের দোহাই দিয়ে দেশকে বিপদে ফেলবেন না: মোস্তফা জামান


সংস্কারের দোহাই দিয়ে দেশকে বিপদে ফেলবেন না: মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ইউনুস সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই ‘সংস্কার’ নিয়ে অনেকেই সরব হয়েছেন। বেশ কিছু দল নিজেদের গণমানুষের দল দাবি করলেও বাস্তবে তারা মানুষের স্বার্থে কাজ করছে বলে মনে হয় না। বরং সংস্কারের নামে দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং ফ্যাসিবাদী শক্তিকে আরও প্রভাবশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে। আমি তাদের প্রতি আহ্বান জানাই, সংস্কারের দোহাই দিয়ে দেশকে যেন বিপদে না ফেলেন।

শনিবার বিকেলে রাজধানীর উত্তরা নতুন সেক্টরের তুরাগ থানাধীন মৎস্যজীবী দলের উদ্যোগে খালে মাছের পোনা অবমুক্ত করার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা, সামাজিক ও ব্যবসায়িক পরিস্থিতি অনুধাবন করতে পেরেছেন। কেন নির্বাচন প্রয়োজন, সে বিষয়ে তিনি ড. মুহাম্মদ ইউনুসকে বোঝাতে সক্ষম হয়েছেন। ফলে দেশ এখন নির্বাচনের পথে হাঁটছে। কিন্তু কয়েকটি দল বুঝে না বুঝে সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো বা বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, তারেক রহমান কখনো একা বা কাউকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নিতে চান না। তিনি সব দলকে আহ্বান জানিয়েছেন, দেশ গড়ার কাজে সবার অংশগ্রহণের মধ্য দিয়েই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব—এটাই বিএনপির বিশ্বাস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক আমির হোসেন আমির। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ও এম. কফিল উদ্দিন।

অনুষ্ঠানের শেষে অতিথিরা উত্তরার দিয়াবাড়ি খালে মাছের পোনা অবমুক্ত করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×