দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে : তারেক রহমান


দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে : তারেক রহমান

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যেন কখনোই চরমপন্থা বা মৌলবাদের আশ্রয়স্থল না হয়, সেই প্রত্যাশা নিয়ে বিএনপি কাজ করছে।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান মনে করেন, গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার রাজনৈতিক অবস্থান এক না হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় তা কোনো সমস্যা নয়।

তিনি আরও বলেন, দেশের মালিকানা জনগণের এই সত্য প্রতিষ্ঠা করতে চাইলে ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করাকে জরুরি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি কেবল জনগণের ভোটাধিকার রক্ষার মাধ্যমেই সম্ভব।

তারেক রহমান সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, কবিতা ও সংগীত যুগে যুগে রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে ৯০-এর দশকের গণতান্ত্রিক আন্দোলন পর্যন্ত। সম্প্রতি ২০২৪ সালের গণআন্দোলন ও গণঅভ্যুত্থানেও এর প্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি শেক্সপিয়ার, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করে বলেন, এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা জাতির পরিচয়ের সঙ্গে একাকার হয়ে গিয়েছেন। একইভাবে মুক্তিযুদ্ধের সময় কবিতা ও দেশাত্মবোধক গান আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” গানটি বিএনপির দলীয় সংগীতে পরিণত হয়, যা আজও জাতীয়তাবাদী নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস।

তারেক রহমান বলেন, একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত তার একমাত্র পরিচয় হওয়া উচিত প্রথম ও শেষ বাংলাদেশি হিসেবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×