গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন দরকার: তারেক রহমান


গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন দরকার: তারেক রহমান

দেশে নতুন করে যেন মৌলবাদী শক্তির উত্থান না ঘটে এবং গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে কবি-সাহিত্যিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, দেশের মালিক একমাত্র জনগণ, আর নাগরিকদের অধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি।

তারেক রহমান আরও বলেন, “মানুষের বাকস্বাধীনতার জন্য অতীতে কবিরা যে সাহসী ভূমিকা রেখেছিলেন, ভবিষ্যতেও সেই দায়িত্ব তারা পালন করবেন বলে আমার বিশ্বাস।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার গান স্মরণ করে তিনি বলেন, সংকটময় সময়ে কবি-সাহিত্যিকরা জাতিকে প্রেরণা জুগিয়েছেন। “একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি”, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ”—এসব কবিতা ও গান আজও দেশপ্রেমের প্রতীক হয়ে আছে,” মন্তব্য করেন তিনি।

রোববার (১৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বিএনপি মিডিয়া সেল ও জাতীয় কবিতা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও ভাইস প্রেসিডেন্ট নূরুল ইসলাম মনি। বক্তব্য দেন কবি রেজাউদ্দিন স্টালিন, মতিন বৈরাগি, এ বি এম সোহেল রশিদ, অনামিকা হক লিলি, শ্যামল জাকারিয়া, আমাদের সময় সম্পাদক আবু সাঈদ, কবি শাহীন চৌধুরীসহ অনেকে।

সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত স্বৈরাচার সরকার তারেক রহমানের কণ্ঠরোধ করতে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়েছিল। “গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু জনগণের ভালোবাসা কোনো স্বৈরশক্তি আটকে রাখতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটাতে কবি-সাহিত্যিকদের অবদানও ছিল প্রশংসনীয়।”

কবি রেজাউদ্দিন স্টালিন অভিযোগ করে বলেন, “স্বৈরাচারের লেজুড়বৃত্তি না করায় আমাদের দীর্ঘ ১৭ বছর রেডিও-টিভি থেকে বঞ্চিত হতে হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলায় অনেককে জেলের ঘানি টানতে হয়েছে।”

আবু সাঈদ খান বলেন, “স্বৈরাচার আমাদের কণ্ঠরোধ করে রেখেছিল। আপনাদের ক্ষমতায় এলে আমরা যেন আপনাদের কাজের গঠনমূলক সমালোচনা করতে পারি, সেটাই চাই। সেই সঙ্গে বাকস্বাধীনতা প্রতিষ্ঠার দাবিও জানাচ্ছি।”

বিএনপির মিডিয়া সেলের ডা. মওদুদ আলমগীর পাভেল বলেন, বিএনপি বরাবরই গণতন্ত্রের চর্চা করে আসছে। “তারেক রহমানের কার্টুন আঁকার পর সেই কার্টুনিস্টকেও তিনি ধন্যবাদ জানিয়েছিলেন। বিএনপি আমলে গণমাধ্যমে প্রতিদিনই দলটির সমালোচনা হতো, কিন্তু কোনোভাবেই সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়নি। ভবিষ্যতেও বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×