ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ


ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ বিকেল ৪টা পর্যন্ত শেষ। এখন পর্যন্ত মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের মধ্যে রয়েছে—ভাইস প্রেসিডেন্ট পদে ১৯ জন, জেনারেল সেক্রেটারি পদে ২ জন, এড-জেনারেল সেক্রেটারি পদে ৫ জন, সম্পাদকীয় পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন। গতকাল ষষ্ঠ দিনে ডাকসু নির্বাচনের জন্য ৬৪ জন এবং হল সংসদের জন্য আরও ১০৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে এখনও বড় ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা মনোনয়ন নেননি। নির্বাচন কমিশনার আশা করছেন, শেষ দিনে প্রার্থীর সংখ্যা ৩০০ ছাড়াতে পারে।

এবারের নির্বাচনে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বিতায় থাকবে ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাস, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাম সংগঠনসহ আরও কয়েকটি প্যানেল।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×