১৫ আগস্ট শোক জানানো শিল্পী-সাহিত্যিকদের নিয়ে রিজভীর মন্তব্য


১৫ আগস্ট শোক জানানো শিল্পী-সাহিত্যিকদের নিয়ে রিজভীর মন্তব্য

অভিনয় শিল্পী, কবি ও সাহিত্যিকদের একাংশকে ‘অনুভূতিশূন্য’ উল্লেখ করে বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৫ আগস্ট শোক প্রকাশ করে এরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন—বস্তুকেন্দ্রিক প্রাপ্তির লোভেই তারা এই ভূমিকা নিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্যচিত্র ‘৩৬-জুলাই’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

রিজভী আরও দাবি করেন, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার পুরস্কার হিসেবে বিগত সরকার এক লেখককে পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে বসিয়েছিল। একইভাবে, শিল্প-সংস্কৃতির তারকাদের জন্য রানওয়ের পাশে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থানকে তিনি একটি “মহাকাব্যিক ঘটনা” বলে উল্লেখ করে বলেন, নিহত, আহত ও অংশগ্রহণকারী সবাই ইতিহাসের অংশ হয়ে গেছেন। তার ভাষায়, “সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশই হলো জুলাই আন্দোলন।”

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা জনগণের অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন, যার ফলে জনমনে ক্ষোভ জমা হতে থাকে। সেই ক্ষোভই শেষ পর্যন্ত বিস্ফোরিত হয়েছে জুলাইয়ের অভ্যুত্থানে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, এমন বাংলাদেশ দেখতে চান, যেখানে রাষ্ট্র কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নেবে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×