পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই: রিজভী


পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই: রিজভী

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে কয়েকটি রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব দিচ্ছে। এতে ভোটাররা শুধু দলীয় প্রতীকে ভোট দিতে পারবেন, কিন্তু প্রার্থী নির্বাচনের কোনো সুযোগ থাকবে না। তার মতে, এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পার মাঠে জেলা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় রিজভী বলেন, চাঁদাবাজ, দখলবাজ কিংবা গণতন্ত্রকে হত্যা করা ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবে তারা, যারা সমাজের গুণীজন, দেশপ্রেমিক এবং গণতন্ত্রে বিশ্বাসী।

তিনি আরও বলেন, ৩০ লাখ মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস করেছে শেখ হাসিনা। সাড়ে আট লাখ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল, সেই হিংস্রতাই শেখ হাসিনা বাংলাদেশে প্রয়োগ করেছেন। তবে এই রক্তপিপাসু স্বৈরাচারীকে দেশের মানুষ পরাজিত করেছে। এখন সময় এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল।

কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল ও র‌্যালি নিয়ে যোগ দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×