রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের: মির্জা ফখরুল


রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সংসদ সদস্যরা এমন দায়িত্ব নিয়েছেন যা তাদের কাজ নয়, যেমন উপজেলা চেয়ারম্যানের কাজ; তারা আইন প্রণয়নের পরিবর্তে রাস্তা-ঘাট, ভবন নির্মাণ বা গাড়ি ক্রয়ের মতো বিষয়ে আলোচনা করছেন।

শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমি যখন প্রগতিশীল সমাজ চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, বৈষম্য কমাতে চাই, তখন যদি দেখি সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে, মানুষের ভাবনাকে ভ্রান্ত পথে ঘোরানো হচ্ছে এবং উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হচ্ছে, তখন হতাশা আসবেই।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। দেড় বছরে ক্ষতিপূরণ হবে, এমনটি সম্ভব নয়, যোগ করেন তিনি।

ফখরুল অভিযোগ করেন, আমলারা সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। অনেক ক্ষেত্রে দায়িত্বরত উপদেষ্টারাও অসহায়। মফস্বলের একজন শিক্ষককে সমস্যা সমাধানের জন্য ঢাকায় আসতে হয়। এটার প্রয়োজন ছিল না। মফস্বলের শিক্ষক যদি সেন্ট্রালে না আসেন, তাহলে ঘুষ কোথা থেকে আসবে?


তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল শিক্ষক ও নার্সদের নিয়োগ এখন ঘুষের মাধ্যমে হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×