এনসিপির আন্তর্জাতিক সেল গঠন


এনসিপির আন্তর্জাতিক সেল গঠন

দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন আন্তর্জাতিক সেল গঠন করেছে। কমিটি অনুমোদন দিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

নতুন সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং সহসম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ।

এছাড়া সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত হয়েছে আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×