ডাকসু নির্বাচন

ভোটের দেওয়ার আগে ১ বার ভাববেন ৫ তারিখের আগের কঠিন দিনগুলো: হান্নান মাসউদ


ভোটের দেওয়ার আগে ১ বার ভাববেন ৫ তারিখের আগের কঠিন দিনগুলো: হান্নান মাসউদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দেওয়ার আগে সাবধানতার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি ফেসবুকে একটি পোস্টে লেখেন, হে ঢাবি, ভোট দেয়ার আগে একবার ভাববেন ৫ তারিখের আগে কাদের আপনি চিনতেন, কাদের পাশে পেয়েছিলেন, কারা আপনার দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মাইর খেয়েছে, জেল খেটেছে।

তিনি আরও বলেন, ৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিল, শিক্ষার্থীরা যখন ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হচ্ছিল, তখন যারা ছাত্রলীগের মিছিলে যেত তাদের ভোট দেওয়ার আগে পুনর্বার ভাববেন। অতোটা অপরিণামদর্শী হবেন না।

এই পোস্টে মাসউদ শিক্ষার্থীদের স্মরণ করিয়েছেন অতীতের ঘটনাবলীর দিকে মনোযোগ দিয়ে দায়িত্বশীলভাবে ভোট দেওয়ার জন্য।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×