ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ কাদের-বাকেরের


ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ কাদের-বাকেরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। একই সুরে অভিযোগ করেন সংগঠনটির জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের দাবি, শুরু থেকেই ছাত্রদল নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে। তাদের অভিযোগ অনুযায়ী, ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ভোটকেন্দ্রে ঢুকে সরাসরি ভোট চাইছেন। এছাড়া এমফিলের নামে ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে বলেও অভিযোগ তাদের।

ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, ডাকসু নির্বাচন এক ধরনের বিশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি আরও যোগ করেন, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করছেন, কিন্তু এ ভোটের ফল কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা সময় শেষ হলেও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এদিকে, ভোটারদের অনেকেই জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন তারা। প্রতিটি কেন্দ্রে দীর্ঘ লাইনে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে।

ডাকসুর এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×