অসুস্থ হেফাজত নেতার পাশে তারেক রহমান


অসুস্থ হেফাজত নেতার পাশে তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ঘনিষ্ঠ সহচর ও ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসায় সহযোগিতা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসায় ফারুকীর সঙ্গে দেখা করেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এসময় তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ ফারুকীর হাতে তুলে দেন রিজভী। পাশাপাশি তিনি আলেমদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ফারুকীর প্রতি আন্তরিক সমর্থন ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং অন্যান্য নেতারা।

আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আজ আমরা মানবিক সহায়তা নিয়ে মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছি।

এসময় হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও ফারুকীর পাশে দাঁড়ান।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় ১৬টি মামলায় গ্রেপ্তার হয়ে দেড় বছর কারাভোগ করেন ফারুকী। সে সময় রিমান্ডে নির্যাতন ও চিকিৎসার অভাবে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি ঢাকায় এবং ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসা নেন।

আগামী সেপ্টেম্বরের শেষ দিকে অস্ত্রোপচারের জন্য ফারুকীকে চীনের গুয়াংজু হাসপাতালে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজত ও বিএনপির নেতারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×