জুলাই সনদ নিয়ে মতামত চূড়ান্ত বিএনপির, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৫৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদে নিজেদের চূড়ান্ত মতামত দিতে প্রস্তুত হয়েছে বিএনপি। প্রায় ৪০ পৃষ্ঠার এ খসড়া মতামত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সনদের বাস্তবায়নে মূল ভরসা রাখা হচ্ছে সংসদের ওপর। তবে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে যদি শেষ পর্যন্ত ঐকমত্য না গড়ে ওঠে, সে ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করছে দলটি।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিএনপির খসড়া মতামতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে, জুলাই জাতীয় সনদ কার্যকরের দায়িত্ব সংসদকেই নিতে হবে। এ বিষয়টি চূড়ান্ত নীতিগত অবস্থান হিসেবেই কমিশনে জমা দেওয়া হবে।
সোমবার রাত সাড়ে ৮টায় গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ বিষয়ে বলেন, “আজ রাতে স্থায়ী কমিটির মিটিং আছে। মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে। কোনো সিদ্ধান্ত হলে মিটিংয়ের পর জানানো হবে।”
সূত্র জানিয়েছে, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত ভাষ্য’ শিরোনামে প্রণীত নথিতে বিএনপি শেষ মুহূর্তে ভাষাগত ও শব্দগত কিছু সংশোধন করছে।
দলটির ঘনিষ্ঠ মহল জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যেই চূড়ান্ত মতামত কমিশনে জমা দিতে পারে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে স্থায়ী কমিটির বৈঠক, যেখানে সভাপতিত্ব করবেন তারেক রহমান।