টি-টোয়েন্টিতে মুস্তাফিজ এখন ‘ডট মাস্টার’


টি-টোয়েন্টিতে মুস্তাফিজ এখন ‘ডট মাস্টার’

টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমান মানেই ডট বলের জাদু। এবার সেই সুনামই এনে দিলো তাকে এক অনন্য রেকর্ডের মালিকানা। আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার।

ম্যাচ শুরুর আগে মুস্তাফিজের ডট বলের সংখ্যা ছিল ১১৩৫, আর শীর্ষে থাকা সাউদির ছিল ১১৩৮। রেকর্ডটি নিজের করে নিতে ফিজের দরকার ছিল মাত্র চারটি ডট বল।

দ্বিতীয় টি-টোয়েন্টির ১৮তম ওভারে সেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন তিনি। পুরো ম্যাচে সাতটি ডট বল করে সাউদিকে ছাড়িয়ে যান মুস্তাফিজ। ম্যাচ শেষে তার মোট ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪২, যা এসেছে ১২০ ইনিংসে। অন্যদিকে ১২৩ ইনিংসে ১১৩৮ ডট বল নিয়ে দুই নম্বরে নেমে গেছেন টিম সাউদি।

ডট বলের এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশেরই অলরাউন্ডার সাকিব আল হাসান, যার ডট বল সংখ্যা ১০৭৮। চতুর্থ স্থানে আছেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ, তার ঝুলিতে রয়েছে ৮৩৮টি ডট বল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×