আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৫:১০ পিএম, ২২ অক্টোবর ২০২৫
রাজনৈতিক টানাপোড়েনের কারণে বহু বছর ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। দুই দলের লড়াই এখন দেখা যায় কেবল এশিয়া কাপ বা আইসিসির বড় টুর্নামেন্টেই। তবে এবার সেই প্রতিদ্বন্দ্বিতা গড়াবে এক ভিন্ন মঞ্চে—হংকং সিক্সেস টুর্নামেন্টে।
আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত এই আসরে থাকবে মোট ১২টি দল। প্রতিটি ম্যাচ হবে পাঁচ ওভারের, আর প্রতি দলে খেলবেন ছয়জন ক্রিকেটার।
পাকিস্তানের দলটির নেতৃত্বে থাকছেন আব্বাস আফ্রিদি, আর ভারতীয় দলের অধিনায়ক মনোনীত হয়েছেন দিনেশ কার্তিক।
কার্তিক বলেন, “ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা দুই-ই দারুণ সমৃদ্ধ। আমি চাই, আমরা এমন ক্রিকেট খেলি যা উপভোগ করবে প্রতিটি দর্শক—দুঃসাহসী, আনন্দমুখর ক্রিকেট।”
এবারের টুর্নামেন্টে দলগুলো চারটি পুলে ভাগ করা হয়েছে—
পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত
পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আর এবার হংকংয়ে সেই প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে এক নতুন ফরম্যাটে—ছক্কার বন্যায় মাতানো ক্ষুদ্র ফরম্যাটের ক্রিকেটে।