জাহানারা ইস্যু, তদন্ত কমিটিতে আরও দুই জন


জাহানারা ইস্যু, তদন্ত কমিটিতে আরও দুই জন

জাহানারা আলমের সাক্ষাৎকারের পর একাধিক নারী ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, “এই বিষয়ে বোর্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”

ইতিমধ্যে চারজন কর্মকর্তা—ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু—কে ওএসডি দেওয়া হয়েছে।

প্রধান অভিযুক্ত, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি নিজেকে বর্ণিত অভিযোগের বাইরে উল্লেখ করে বলেন, “এগুলো মিথ্যা।”

জাহানারার অভিযোগের মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য ছিলেন বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

পরে কমিটিতে আরও দুইজনকে যুক্ত করা হয়েছে। বিসিবি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে মহিলা ক্রিকেটে অসদাচরণের অভিযোগ তদন্তের জন্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে, কমিটি এখন পাঁচ সদস্যের হয়ে দাঁড়িয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×