বাংলাদেশ-ভারত ম্যাচে বিশেষ নিরাপত্তা, স্টেডিয়ামে সেনা মোতায়েন


বাংলাদেশ-ভারত ম্যাচে বিশেষ নিরাপত্তা, স্টেডিয়ামে সেনা মোতায়েন

এএফসি এশিয়ান কাপ থেকে বিদায়ের পরও বাংলাদেশ–ভারত ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। শুরুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেও ভারতীয় দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাফুফে সভাপতি।

এরই মধ্যে গতকাল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ–নেপাল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে পুরো এলাকাজুড়ে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বরের বাংলাদেশ–ভারত ম্যাচে স্টেডিয়ামে সেনাবাহিনী মোতায়েন থাকবে। আয়োজকদের ধারণা, সেদিন প্রায় ২২ হাজার দর্শক মাঠে আসবেন।

নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাচের দিন দুপুর ২টা থেকে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। প্রতিটি গেটে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং খেলা শেষে শেষ দর্শক মাঠ ছাড়ার আগ পর্যন্ত তারা সতর্ক অবস্থানে থাকবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×