নারী দল নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি


নারী দল নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি

বাংলাদেশের নারী ক্রিকেটে সাম্প্রতিক সময়ে উত্তেজনা কমছেই না। জাহানারা আলমের করা যৌন অভিযোগের পর দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার ঝড় বয়ে গেছে। তার সঙ্গে নারীদের ক্রিকেট নিয়ে ওঠা বিভিন্ন বিতর্কের মধ্যে এক গুরুত্বপূর্ণ বিষয় ছিল অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচনে অনিয়মের সম্ভাবনা। এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তারা অনুসন্ধান চালিয়েছে এবং কোনো অনিয়মের প্রমাণ পাননি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিসিবিকে চিঠি পাঠিয়েছিল। তখন চিঠি পাওয়ার পরও বোর্ড সংশ্লিষ্ট বিভাগগুলো নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত থাকায় তৎক্ষণাৎ তদন্ত করা সম্ভব হয়নি। উল্লেখযোগ্য, ৬ অক্টোবর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে, যা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে গঠিত।

বিসিবি আরও জানিয়েছে, নতুন কমিটি গঠনের পর অভিযোগগুলো পুনরায় পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সকল ডকুমেন্টের যাচাই শেষে বোর্ড নিশ্চিত হয়েছে যে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে কোনো অনিয়মের প্রমাণ নেই।

ক্রিকেটের শীর্ষ সংস্থা জানিয়েছে, রিয়া আক্তার শিখা, এনএসসি নির্বাহী পরিচালক, যাদের কাছে অভিযোগ পেশ করা হয়েছিল, তার বিষয়গুলো সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটিতে উপস্থাপিত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×