সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ ছাত্রকে হল থেকে বহিষ্কার


সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ ছাত্রকে হল থেকে বহিষ্কার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সম্প্রতি পাঁচজন শিক্ষার্থীকে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে হলে থাকার অধিকার থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে প্রতিবাদে নেমেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২২ জুলাই পাঁচজন ছাত্রকে হলে থাকার অধিকার থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে তিনজন কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের এবং দুইজন শহীদ তাজউদ্দীন আহমদ (এসটিএ) হলের বাসিন্দা ছিলেন।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্ত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়টি নিয়ে ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ওই ৫ ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া যায়। বিষয়টির সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×