ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল, সেই তন্বীর সম্মানে


ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল, সেই তন্বীর সম্মানে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো প্রার্থী ঘোষণা করেনি। এটি ১৫ জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নেওয়া পদক্ষেপ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণা কালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন। তিনি বলেন, "গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর সেই রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের জন্য আমরা এই পদে কোনো প্রার্থী ঘোষণা করছি না।"

এর আগে, তন্বী নিজে কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী ছিলেন। এছাড়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)ও তার সম্মানে এই পদে কোনো প্রার্থী ঘোষণা করবে না বলে জানায়।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের চূড়ান্ত ডাকসু প্যানেলও ঘোষণা করেছে, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে। প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ভিপি পদে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীমউদ্দীন হলের আহ্বায়ক তানভির বারী হামিম এবং এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ মনোনীত হয়েছেন।

অন্যান্য সম্পাদক পদে মনোনয়নপ্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়াবিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×