সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ-ছাত্রত্ব বাতিলের দাবি রাশেদের


সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ-ছাত্রত্ব বাতিলের দাবি রাশেদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পদ ও ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।

রাশেদ খান বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে আমি জিএস পদে প্রার্থী ছিলাম। সেসময় শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আমাকে বেশি ভোট দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন উপাচার্য মো. আখতারুজ্জামানের সহায়তায় ভোট কারচুপি করে জিএস হিসেবে নির্বাচিত দেখানো হয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে।

তিনি অভিযোগ করেন, ওই নির্বাচনের সব আলামত পরে ধ্বংস করা হয়েছে। তার মতে, যদি নির্বাচন সুষ্ঠু হতো, তবে প্রমাণ নষ্ট করার প্রয়োজন পড়ত না। তিনি এই নির্বাচনকে অনিয়মপূর্ণ ও অবৈধ বলে দাবি করেন।

রাশেদ খান আরও বলেন, গোলাম রাব্বানী অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছেন। সেজন্য তার পদ, ছাত্রত্ব এবং ডিগ্রি বাতিল করতে হবে। তিনি কখনোই বৈধভাবে জিএস নির্বাচিত হননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৎকালীন উপাচার্য আখতারুজ্জামান তাকে জোরপূর্বক বিজয়ী ঘোষণা করেন বলেও দাবি করেন তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×