ডাকসু নির্বাচনের ভোট গণনা দেখা যাবে এলইডি স্ক্রিনে


ডাকসু নির্বাচনের ভোট গণনা দেখা যাবে এলইডি স্ক্রিনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা সরাসরি সম্প্রচার করা হবে।

রবিবার রাতে চিফ রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাহিরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।"

এই উদ্যোগ নেওয়া হয়েছে ভোট গণনায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার উদ্দেশ্যে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×