ঢাকার দুটি খ্রিষ্টান চার্চে ককটেল বিস্ফোরণ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নিন্দা


ঢাকার দুটি খ্রিষ্টান চার্চে ককটেল বিস্ফোরণ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নিন্দা

ঢাকার রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

রবিবার (৯ নভেম্বর) পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, “গত ৮ অক্টোবর তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চে এবং ৭ নভেম্বর রমনা ক্যাথেড্রাল চার্চে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ডকে হালকাভাবে দেখা হলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”

পরিষদ দাবী জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক এবং জড়িত দুর্বৃত্তদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এছাড়া ভবিষ্যতে এমন নাশকতামূলক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×