মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন


মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন

রাজধানীতে গভীর রাতে পরপর চারটি অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়ে যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা এবং বসুন্ধরা গেট এলাকার ১০০ ফিট সড়কে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, রাত ১২টা ৫৪ মিনিটে প্রথম অগ্নিকাণ্ডের খবর আসে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে রাত আড়াইটার মধ্যে আগুন নেভায়। প্রাথমিক হিসেবে ওই বাসটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

একই রাতে ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোডের পাশে বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সর্বশেষ ঘটনা ঘটে ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায়। সেখানে রাইদা পরিবহনের আরও একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানা যায়। ফায়ার সার্ভিসের দল ৪টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তিনটি বাসই সড়কের পাশে পার্ক করা ছিল। কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এই ধারাবাহিক অগ্নিকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×