পল্টনে রাস্তা আটকে আট দলের সমাবেশ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ


পল্টনে রাস্তা আটকে আট দলের সমাবেশ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

কর্মদিবসের ব্যস্ত দুপুরে রাজধানীর পল্টন মোড় ঘিরে থমকে গেছে যান চলাচল। সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশের কারণে এলাকাজুড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে শুরু হয় এই সমাবেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো।

সরেজমিনে দেখা গেছে, পল্টন মোড়ে কাকরাইলমুখী রাস্তার পাশে মঞ্চ স্থাপন করা হয়েছে। এতে করে জিরো পয়েন্ট, প্রেস ক্লাব, কাকরাইল ও বায়তুল মোকাররমমুখী চারটি গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এই রাস্তাগুলোতে যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। রাস্তা বন্ধ থাকায় অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এক পথচারী হাবিবুল্লাহ সিদ্দিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “যানচলাচল বন্ধ থাকায় ব্যাপক বিড়ম্বনায় পড়েছি। কোনো উপায় না দেখে হেঁটেই যাচ্ছি, কোথায় গিয়ে গাড়ি পাব জানি না।”

একইভাবে অনলাইন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি কর্মী এনামুল হাসান বলেন, “সাইকেল নিয়েও সামনে যাওয়া যাচ্ছে না। অনেক ডেলিভারি আছে, কিন্তু বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে পুরো এলাকা জুড়ে।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আয়োজিত আট দলের এই সমাবেশের কারণে দৈনিক বাংলা থেকে পল্টনমুখী সড়ক বন্ধ রয়েছে। ফলে এলাকায় যান চলাচল অত্যন্ত ধীরগতিতে চলছে।

পুলিশ জানিয়েছে, পল্টনমুখী গাড়িগুলোকে শাপলা চত্বর ও ফকিরাপুলের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যানবাহন অতি ধীরগতিতে চলছে। কিছু গাড়ি বাবু রহমত মার্কেট ও শাপলা চত্বর হয়ে বিকল্প পথে যাচ্ছে। এছাড়া শান্তিনগর মোড় থেকে রাজমণি ক্রসিংমুখী রাস্তা বন্ধ থাকায় যানবাহনগুলোকে পুলিশ লাইন ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×