মোহাম্মদপুরে ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৩৭ পিএম, ১২ নভেম্বর ২০২৫
র্যাবের বিশেষ অভিযানে মোহাম্মদপুরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় পরিত্যক্ত ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, র্যাব-২ সিপিএসসির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করেছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বোমা ও ককটেলগুলো মোহাম্মদপুর, তিনরাস্তাসহ আশপাশের এলাকায় সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে র্যাবের ধারণা।
অভিযান শেষে উদ্ধারকৃত বোমা ও ককটেল ধ্বংসের জন্য র্যাব সদর দপ্তরের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। বর্তমানে এগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে।
র্যাবের কর্মকর্তা বলেন, “লকডাউন ঘিরে কেউ যাতে নাশকতা বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা না করতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।”