মিরপুরে দুটি ককটেলসহ একজন গ্রেপ্তার


মিরপুরে দুটি ককটেলসহ একজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১৪ এলাকা থেকে পুলিশ একটি অভিযান চালিয়ে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "আজ সকালে রাজধানীর মিরপুর-১৪ থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।"

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি রাজধানীর সাধারণ মানুষের জীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। রাজধানীর জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও সড়কে যানবাহনের চলাচল কিছুটা কমে দেখা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×