হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন


হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

রাজধানীর হাতিরঝিলে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আতঙ্ক ছড়িয়ে দেয়। বিস্ফোরণের পরপরই সেখানে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়, তবে কেউ আহত হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মধুবাগ ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই সময় দুর্বৃত্তরা ব্রিজের ওপর ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। বিস্ফোরণের তীব্রতায় মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়, যদিও ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক কম।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, “সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরই আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।” তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×