আবারও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ


আবারও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর ও হাতিরঝিলে একাধিক স্থানে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায়, মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে মোট চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এটি ঘটিয়েছে তা জানা যায়নি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ জানিয়েছেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মধুবাগ ব্রিজের নিচে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়, তবে কেউ আহত হয়নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, পল্লবী থানা পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং তদন্ত শুরু করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×