মোহাম্মদপুরে আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার


মোহাম্মদপুরে আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর ২৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. হেজবুল আলম রাজুকে র‌্যাব-২ একটি বিদেশি রিভলভারসহ গ্রেফতার করেছে।

রোববার (১৬ নভেম্বর) রাতে আদাবর থানার প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।"

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, রাজুর কাছে থাকা রিভলভারটি তিনি এলাকায় প্রভাব বিস্তার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা করছিলেন। র‌্যাবের কর্মকর্তা আরও জানান, অস্ত্রটি জব্দ করে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×