মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধ প্রবেশের দায়ে ৮ জন আটক করেছে বিজিবি


মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধ প্রবেশের দায়ে ৮ জন আটক করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় উপজেলার খোসালপুর ও বাঘাডাঙ্গা সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার-৬০/৪১-আর থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি মসজিদের সামনে বিজিবি নিয়মিত টহলের সময় ছয়জনকে আটক করে। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী এবং তিনজন শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ ও গোপালগঞ্জ জেলায়।

অন্যদিকে, রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খোসালপুর বিওপির আওতায় সীমান্ত পিলার-৬০/৭৪-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে খোসালপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে আরও দুইজনকে আটক করা হয়। আটক হওয়া দুইজনই পুরুষ এবং তাদের বাড়ি রাজশাহী ও পিরোজপুর জেলায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×