গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৫০ পিএম, ১৬ জুলাই ২০২৫
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগের কর্মীরা—এমন অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি পদযাত্রা ও পথসভা আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হওয়ার কথা ছিল। এই কর্মসূচি ভণ্ডুল করার উদ্দেশ্যে ছাত্রলীগের একটি পক্ষ পুলিশের ওপর হামলা চালায় এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।