সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ


সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে মাছ শিকার করার সময় তিনজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

আটক হওয়া তিন যুবক হলেন—সঞ্জরপুর গ্রামের সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের মাসুক রহমান মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)। প্রত্যেকেই শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে তারা শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকায় মাছ ধরতে যান। ওই সময় বিদ্যুৎ না থাকায় পুরো এলাকা অন্ধকারে ছিল। হঠাৎ ১৫–২০ জন বিএসএফ সদস্য এসে তাদের ‘চোরাকারবারি’ সন্দেহে আটক করে ভারতের দিকে নিয়ে যায়।

আটককৃত মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, “আমার ভাইসহ তারা বাংলাদেশ সীমান্তের ভেতরেই মাছ ধরছিল। কোনো রকমে বিএসএফ তাদের তুলে নিয়ে যায়। আমরা বিজিবিকে জানিয়েছি। তারা বলেছে, বিষয়টি খতিয়ে দেখছে। শুনেছি, বিএসএফ তাদের ভারতের ইরানি থানায় হস্তান্তর করেছে।”

শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা জানায়, ওই তিন যুবক মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছেন। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে একাধিকবার ৪৬ বিজিবি (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×