আ.লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠকে সরকারি কর্মকর্তা, মুচলেকায় মুক্ত


আ.লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠকে সরকারি কর্মকর্তা, মুচলেকায় মুক্ত

খুলনার কয়রায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির (সিপিপি) উপ-পরিচালক গোলাম কিবরিয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গোপনে বৈঠক করতে গিয়ে বিপাকে পড়েছেন। স্থানীয়রা তাকে সভাস্থলেই অবরুদ্ধ করে রাখে। পরে ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দেওয়ার শর্তে তিনি মুক্তি পান।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় কয়রা ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা প্রশাসনকে না জানিয়ে সিপিপির উপ-পরিচালক গোলাম কিবরিয়া ওই বৈঠকের আয়োজন করেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে গঠিত কমিটিতে ছাত্রলীগ ও আ.লীগের বহু নেতা যুক্ত আছেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও কমিটি পুনর্গঠন করা হয়নি। সেই কমিটিকে ঘিরেই গোপনে বৈঠক ডেকে সমালোচনার মুখে পড়েন গোলাম কিবরিয়া। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকরা সভাস্থলে গিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী ও কয়রা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের উপস্থিতিতে গোলাম কিবরিয়া তার ভুল স্বীকার করে ক্ষমা চান এবং লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পান। এ সময় সিদ্ধান্ত হয়, নতুন করে কমিটি পুনর্গঠন না হওয়া পর্যন্ত সিপিপির সব কার্যক্রম বন্ধ থাকবে।

অভিযোগ রয়েছে, এর আগেও কোনো সভা না করেই তিনি তিনটি সভা দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাৎ করেছেন।

স্থানীয়রা জানান, ২০০৮ সালে আওয়ামী লীগের আমলে একতরফাভাবে কয়রায় সিপিপির কমিটি গঠিত হয়। দীর্ঘদিন ধরে সেই কমিটি বহাল থাকলেও সম্প্রতি তাদের মাধ্যমে নিরাপত্তা সামগ্রী, বাইসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। এতে কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে এবং তীব্র সমালোচনা শুরু হয়। এর মধ্যেই গোপন বৈঠক ডেকে তিনি স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন।

এ বিষয়ে ইউএনও মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, স্থানীয় প্রশাসনকে না জানিয়ে ছুটির দিনে নিজস্বভাবে সভা করার কারণে স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা তাকে অবরুদ্ধ করেন। পরে আমরা উদ্ধার করি।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে গোলাম কিবরিয়া বলেন, ভুল তো মানুষে করে। তবে এটি ইচ্ছাকৃত ভুল নয়।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির পরিচালক (প্রশাসন) নাজমুল আবেদীন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×