গাজীপুরে কারখানায় ছিল না সেফটি প্ল্যান: ফায়ার সার্ভিস
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২৫ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেছেন, গাজীপুরের বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল কোং কারখানায় যে ধরনের অগ্নি প্রতিরোধ ব্যবস্থা ও সেফটি প্ল্যান ছিল না।
তিনি বলেন, লাইসেন্সের ব্যাপারে পুরোপুরি অব্যবস্থাপনা রয়েছে কারখানাটিতে। এ ছাড়া, ফায়ার সার্ভিসের লাইসেন্স থাকলেও কারণে নবায়ন করা হয়নি।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল কোং নামের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
কাজী নাজমুজ্জামান বলেন, কারখানায় মশার ক্যামিকেল তৈরি করা হয়। যেখানে কেরোসিন জাতীয় দ্রব্য থেকে ব্লিচিং পাউডারের বিক্রিয়ায় ক্যামিকেল তৈরি করা হয়, সেখানেই আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কেরোসিনের মাধ্যমে আগুন মাঠে চলে আসে। মাঠ থেকে ফিলিশিং গুদাম এবং এডমিন সেকশনে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পাওয়ার পরপরই রাজন্দ্রেপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আনা হয়।
প্রসঙ্গত, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মী, শ্রমিক ও কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুরসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।