ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরীকে বাংলাদেশে হস্তান্তর


ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরীকে বাংলাদেশে হস্তান্তর

ভারতে পাচারের শিকার ৩০ জন বাংলাদেশি কিশোর–কিশোরীকে অবশেষে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বুধবার (১৯ নভেম্বর) তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়। ফেরত আসাদের মধ্যে ১৯ জন কিশোর ও ১১ জন কিশোরী রয়েছে।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, প্রত্যেকের ঘটনার পটভূমি আলাদা হলেও বেশির ভাগকে ‘ভালো কাজের সুযোগ’ দেখিয়ে দালালচক্র সীমান্ত পথে অবৈধভাবে ভারতে নিয়ে যায়। সেখানে কাজের খোঁজে ঘোরাঘুরির সময় তারা পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে পুলিশের হাতে আটক হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালতে সোপর্দের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, সাজা শেষ হলে ভারতের মানবাধিকার সংগঠনগুলো তাদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসাদের মধ্যে চারজন জানিয়েছেন, তাদের বাবা–মা এখনও ভারতের কারাগারে আটক আছেন। শেল্টার হোম থেকে বাংলাদেশি ঠিকানা সংগ্রহ করে ওই চার কিশোর–কিশোরীকে ফেরত পাঠানো হয়েছে। সাতক্ষীরার আলীপুর গ্রামের তিন কিশোরী বলেন, “আমাদের মায়েরাও ভারতের জেলখানায় আছে। তারা কবে ছাড়া পাবেন জানি না।”

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন শাহ জানান, ফেরত আসা কিশোর–কিশোরীদের রাতেই তিনটি মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×